২০১৬-২০১৭ শিক্ষাবর্ষে ডিগ্রির শেষ রিলিজ স্লিপের মেধা তালিকা ২৫ এপ্রিল, নিয়ম জেনেনিন



জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৬-২০১৭ শিক্ষাবর্ষে ডিগ্রির ভর্তি কার্যক্রমের শেষ রিলিজ স্লিপের মেধা তালিকা ২৫ এপ্রিল বিকাল ৪ টায় প্রকাশ করা হবে।

সকল তথ্য পেতে আমাদের গ্রুপে যুক্ত হোন

পরীক্ষার কেন্দ্রতালিকা যথাসময়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের পাশাপাশি আপনাদের সুবিধার্থে আপনাদের সুবিধার্থে লেখাপড়া বিডি তেও প্রকাশ করা হবে। পরীক্ষার বিস্তারিত সময়সূচি নিচে তুলে দেওয়া হলোঃ


জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল তথ্য সবার আগে পেতে আমাদের গ্রুপে যোগ দিন
ভর্তি ২৬/৪/২০১৭ তারিখ থেকে ৩০/৪/২০১৭ তারিখ পর্যন্ত। 

রেজাল্ট দেখার নিয়ম :
nu atdg rollnum then send 16222
Note:একই দিন ২০১৬-২০১৭ শিক্ষাবর্ষের ১ম বর্ষ স্নাতক প্রফেশনালের শেষ রিলিজ স্লিপের মেধা তালিকা ও প্রকাশ করা হবে।


রিলিজ স্লিপের মেধা তালিকায় স্থান প্রাপ্ত প্রার্থীদের বিষয় পরিবর্তনের কোন সুযোগ থাকবে না।
জাতীয় বিশ্ববিদ্যালয়ে ডিগ্রি ১ম বর্ষ রিলিজ স্লিপে ভর্তির সময়সীমাঃ
  • রিলিজ স্লিপের মেধা তালিকায় স্থান প্রাপ্ত শিক্ষার্থীদের অনলাইনে চুড়ান্ত ভর্তি ফরম পূরণ করার তারিখঃ ২৬/০৪/২০১৭ তারিখ থেকে ৩০/০৪/২০১৭ তারিখ।
  • রিলিজ স্লিপে মেধা তালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের অনলাইনে চূড়ান্ত ভর্তির ফরম প্রিন্ট করে রেজিস্ট্রেশন ফিসহ সংশ্লিষ্ট কলেজে জমা দেয়ার সময়সীমাঃ ২৬/০৪/২০১৭ তারিখ থেকে ৩০/০৪/২০১৭
  • সংশ্লিষ্ট কলেজ কর্তৃক রিলিজ স্লিপের মেধা তালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের চূড়ান্ত ভর্তি নিশ্চয়নের সময়সীমাঃ ২৬/০৪/২০১৭ থেকে ০২/০৫/২০১৭
ভর্তি হতে যে সকল কাগজপত্র লাগবেঃ
  • অনলাইন থেকে মূল আবেদন ফর্মের – ২ সেট ( অবশ্যই A4 অফসেট সাদা কাগজেকালার প্রিন্ট করতে হবে)।
  • প্রাথমিক আবেদনের প্রবেশপত্র -২সেট।
  • পাসপোর্ট সাইজের ছবি ৪টি এবং স্ট্যাম্প সাইজ ৪টি পেছনে নাম লিখে দিতে হবে (কলেজভেদে কম বেশি হতে পারে)।
  • এসএসসি ও এইচএসসি এর সনদপত্র/প্রশংসা পত্রের সত্যায়িত ফটোকপি – ২ সেট।
  • এসএসসি ও এইচএসসি  মূল নম্বরপত্রের (এইচএসসি এর মুল কপি) সত্যায়িত ফটোকপি – ২ সেট।
  • এসএসসি ও এইচএসসি রেজিস্ট্রেশন কার্ডের (এইচএসসি এর মুল কপি) সত্যায়িত ফটোকপি – ২ সেট।
  • টাকা জমার রশিদ।
  • চারিত্রিক সনদপত্র (সাধারণত লাগেনা, কোন কোন কলেজে লাগতে পারে) – ২ টি।

উল্লেখ্য, সকল কাগজপত্র ২ কপি করে ২সেট বানাতে হবে যার এক কপি বিভাগীয় সেমিনারে এবং এক কপি অফিসে জমা দিতে হবে।