অনার্স ও প্রফেশনাল বি.বি.এ এর মধ্যে পার্থক্য জেনেনিন


★★★#DIFFERENCEs_BETWEEN_PROF_BBA_n_HONS_BBA Under NATIONAL UNIVERSITY★★★

Join our Facebook Group Click Here National University | জাতীয় বিশ্ববিদ্যালয়


১)PROF BBA কোর্সে কোনো সেশনজট নাই,(জাতীয় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ক্যালেন্ডার অনুসারে) এবং নির্দিষ্ট সময়ের বাইরে বেশি সময় ব্যয় করতে হয় না। কিন্তু HONS BBA তে আগে সেশজট ছিল,,(যদিও এখন আর আগের মত বেশি সময় লাগে না)
২) প্রফেশনাল বিবিএতে ৬মাসে ১সেমিষ্টার। ৪বছরে ৮টা ফাইনাল।সম্পূর্ন প্রাইভেটের সিস্টেমে।
HONS BBA তে সেমিস্টার সিস্টেম নেই। ৪ বছরে ৪ টা ফাইনাল দিতে হয়।
৩) PROF বিবিএ তে বোর্ডে ৭০মার্ক। কলেজে ৩০মার্ক।
HONS BBA তে Board Exam a ৮০ mark আর কলেজে(ইনকোর্স) ২০ mark
৪) PROF বিবিএ পড়লে কিছু টা এগিয়ে থাকবেন। কারন- প্রেজেন্টেশন, ইন্টার্নি ইত্যাদি কিছু আছে , যা HONS BBA তে নাই। অভিজ্ঞতা বাড়বে।
৫) PROF BBA full course English এ শেষ করা বাধ্যতামূলক।সুতরাং আপনি যদি ইংলিশে ভালো হন (ভোকাবুলারি & গ্রামার) তাহলে কোন সমস্যা নাই। চাকুরীর বাজারে ইংলিশে ভালো হতে হবে।
কিন্তু HONS BBA আপনি চাইলে বাংলা/ইংরেজী উভয় মাধ্যমে পড়তে পারবেন।।।
৬) PROF BBA ঢাকার কোনো সরকারি কলেজে করায় না,বেসরকারি কলেজগুলোতে মূলত এই course চালু রয়েছে তাই এর খরচ তুলনামূলক বেশি।
আর HONS BBA সকল সরকারি-বেসরকারি কলেজে চালু রয়েছে এবং খরচ ও তুলনামূলক কম।।।