২০১৬ সালের তৃতীয় বর্ষ অনার্স পরীক্ষা আবেদন ফরম পূরণ ও ফি জমাদানের তারিখ ও নিয়মাবলী

২০১৬ সালের তৃতীয় বর্ষ অনার্স পরীক্ষা আবেদন ফরম পূরণ ও ফি জমাদানের তারিখ ও নিয়মাবলী সংক্রান্ত বিজ্ঞপ্তি
আবেদন শুরু হবে ৮/১/২০১৭ হতে ২৮/১/২০১৭ পর্যন্ত চলবে।

আমাদের সকল পোস্ট পেতে আমাদের ফেসবুক গ্রুপে যোগ দিন

National University | জাতীয় বিশ্ববিদ্যালয়


সংশ্লিষ্ট সকলকে জানানাে যাচ্ছে যে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০১৬ সালের তৃতীয় বর্ষ অনার্স পরীক্ষার আবেদন ফরম। পূরণ সংক্রান্ত যাবতীয় কার্যক্রম On-line-এর মাধ্যমে সম্পন্ন করা হবে। পরীক্ষার আবেদন ফরম পূরণ ও জমাদানের তারিখ, আনুষঙ্গিক নিয়ম এবং শতাবলী নিম্নরূপঃ
-> পরীক্ষার্থীদের ফি-এর বিবরণঃ 
১. তত্ত্বীয় (প্রতি পূর্ণ কোর্স) -বিশ্ববিদ্যালয়ে জমা ২০০/- |
২ তত্ত্বীয় (প্রেতি অর্থ কাের্স) -বিশ্ববিদ্যালয়ে জমা ১৪০/- । 
৩. ব্যবহারিক (প্রতি কোর্স) -বিশ্ববিদ্যালয়ে জমা ২০০/- 
৪. | কেন্দ্র ফি তন্তীয় (প্রতি পরীক্ষাথী)-কলেজে জমা ৪৫০/- 
৫. কেন্দ্র ফি ব্যবহারিক(প্রতি পরীক্ষার্থী)-কলেজে জমা হবে ১২০/- | 
৬. ইন-কোর্স পরীক্ষা ফি (প্রতি পরীক্ষার্থ) বিশ্ববিদ্যালয়ে জমা হবে।- ১০০/-
-> আবেদন ফরম,বিবরণী ফরম পূরণ শুরু ও শেষ তারিখঃ 
০৮/০১/২০১৭ রবিবার থেকে ২৮/০১/২০১৭ শনিবার পর্যন্ত । 
-> ডাটা এন্ট্রির শেষ তারিখঃ ৩০/০১/২০১৭ । 
-> সোনালী সেবার মাধ্যমে টাকা জমার শুরু ও শেষ তারিখঃ ০১/০২/২০১৭ বুধবার থেকে ০২/০২/২০১৭ বৃহস্পতিবার পর্যন্ত ।
বিঃদ্রঃ নির্ধারিত সময়ের মধ্যে আবেদন ফরম পূরণের জন্য শিক্ষাথীদের অবহিত করতে হবে। ফরম পূরণের নির্ধারিত সময়ের পর বিলম্ব ফি দিয়ে ফরম পূরণের কোন প্রকার সুযোগ নাই।
আবেদন ফরম, বিবরণী ফরম, ফি জমাদান, ফরম সংগ্রহ ও অন্যান্য নিয়মাবলী ঃ
০১। অনলাইনে আবেদন ফরম সংগ্রহ ও পূরণের নিয়মাবলী (পরীক্ষার্থীদের জন্য)ঃ
ক) আবেদনকারীকে নিজে অথবা কলেজ কর্তৃপক্ষ দ্বারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট এ প্রবেশ করে নিজের রেজিস্ট্রেশন নম্বর দিয়ে ওয়েবসাইটের নির্দেশনা অনুযায়ী আবেদন করতে হবে। আবেদন ফরম পূরণ প্রক্রিয়া সম্পন্ন হলে, অনলাইন থেকে একটি আবেদন ফরম প্রিন্ট করে নিতে হবে। পূরণকৃত ফরমটিতে পরীক্ষাথীর বিষয় কোড এবং ফি উল্লেখ থাকবে। ফি সহ প্রিন্টকৃত কপি আবেদনকারীকে কলেজের স্ব-স্ব বিভাগে জমা দিতে হবে। খ) আবেদনকারীকে সদ্য তােলা পাসপাের্ট সাইজের ২ কপি ছবি আবেদন পত্রের সঙ্গে সংযুক্ত করে দিতে হবে।
০২। পরীক্ষায় অংশগ্রহণের প্রয়োজনীয় শর্তাবলী ঃ 
২০১৩-২০১৪ শিক্ষাবর্ষ হতে প্রণীত সিলেবাস ও সংশোধিত রেগুলেশন অনুযায়ী শুধুমাত্র নিয়মিত শিক্ষাথীরা যারা ২০১৫ সালের ২য় বর্ষ অনার্স পরীক্ষায় প্রমােটেড বা উত্তীর্ণ হয়ে তৃতীয় বর্ষে প্রমােশন পেয়েছে এবং তৃতীয় বর্ষের শিক্ষাক্রম সম্পন্ন করেছে তাদের ডাটা ওয়েবসাইট-এ দেয়া আছে কেবল মাত্র সে সকল শিক্ষাথীরা ২০১৬ সালের তৃতীয় বর্ষ অনার্স পরীক্ষায় নিয়মিত পরীক্ষার্থী হিসেবে অংশগ্রহণ করবে।
০৩। অনার্স পাঠ্যসূচী (Syllabus) ঃ 
ক)। ২০১৩-২০১৪ শিক্ষাবর্ষের নিয়মিত শিক্ষাথীরা জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রণীত ২০১৩-২০১৪ শিক্ষাবর্ষ হতে
কার্যকর সিলেবাস এবং রেগুলেশন অনুযায়ী সকল শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করবে।
খ) তৃতীয় বর্ষ থেকে চতুর্থ বর্ষে প্রমােশনের নুন্যতম যোগ্যতাঃ 
i) তৃতীয় বর্ষ থেকে চতুর্থ বর্ষে প্রমােশনের জন্য শিক্ষাথীকে সকল পরীক্ষায় অংশগ্রহণ বাধ্যতামূলক। সকল বিষয়ে অংশগ্রহণ করে কমপক্ষে চারটি তত্ত্বীয় কোর্সে D বা এর বেশি গ্রেড অর্জন করতে হবে তৎসঙ্গে
ব্যবহারিক কোর্সে উত্তীর্ণ হতে হবে। 
ii) ০১ টি কোর্সে অনুপস্থিত থেকে অন্যান্য সকল কাের্সে D গ্রেড বা এর বেশি গ্রেড পেলে তার ফলাফল Conditional promoted হবে । 
iii) একের অধিক কোর্সে অনুপস্থিত হলে অথবা একটি কোর্সে অনুপস্থিত থেকে অন্য একটি কোর্সে F গ্রেড পেলে Promotion হবে না তার ফলাফল Not promoted হবে । 
iV) Not promoted প্রাপ্ত শিক্ষাথীরা পরবতী বছর অনুপস্থিত পত্র ও F গ্রেড পাওয়া কোর্সে/কোর্সসমূহে পরীক্ষা দেবে এবং একই সাথে C এবং D গ্রেড প্রাপ্ত কোর্সে গ্রেড উন্নয়ন পরীক্ষা দিতে পারবে।

National University of bangladesh (session 2016-2017)


আমাদের পেজে লাইক দিয়ে রাখতে পারেন,

National University Student's Community