২০১৬ সালের অনার্স ১ম বর্ষ(বিশেষ) পরীক্ষার গ্রেড উন্নয়ন পরীক্ষার্থীদের ফরমপূরণ সংক্রান্ত বিজ্ঞপ্তি

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৬ সালের অনার্স ১ম বর্ষ (বিশেষ) পরীক্ষার গ্রেড উন্নয়ন পরীক্ষার্থীদের ফরম পূরণের বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারে উক্ত ফরম পূরণ প্রক্রিয়া ২২ জানুয়ারি ২০১৭ তারিখ থেকে ২০ ফেব্রুয়ারি ২০১৭ তারিখ পর্যন্ত অনলাইনে চলবে। ফরম পূরণ ও জমাদানের তারিখ, আনুষঙ্গিক নিয়ম এবং শর্তাবলী আপনাদের সুবিধার্থে নিচে তুলে দেওয়া হলোঃ

এটি শুধুমাত্র (২০০৯-১০),(২০১০-১১),(২০১১-১২),(২০১২-১৩) সেশনের যাদের ১ম বর্ষে এখনো কোনো না কোনো বিষয়ে F গ্রেড আছে তাদের জন্য প্রযোজ্য।
পরীক্ষার্থীর ডাটা এন্ট্রি, নিশ্চয়ন, বিবরণী ফরম, প্রশ্নপত্রের চাহিদা ফরম পূরণ ও জমা করার তারিখঃ
  • ২২/০১/২০১৭ থেকে ২০/০২/২০১৭ তারিখ পর্যন্ত পরীক্ষার্থী কর্তৃক অনলাইনে ফরম পূরণ করে কলেজে জমা দিতে পারবে।
  • ২২/০২/২০১৭ তারিখ পর্যন্ত শিক্ষার্থীর ডাটা নিশ্চয়ন করার (কলেজ কর্তৃক) শেষ সময়।
  • ২৬/০২/২০১৭ থেকে ২৭/০২/২০১৭ তারিখ কলেজ কর্তৃক সোনালী সেবার মাধ্যমে টাকা জমার শেষ দিন।
  • ০১/০৩/২০১৭ তারিখের মধ্যে Pay Slip, ফিস বিবরণী, শিক্ষার্থী বিবরণী ও অন্যান্য কাগজপত্র সংশ্লিষ্ট শাখায় জমা দিতে হবে।

আমাদের সকল পোস্ট পেতে আমাদের ফেসবুক গ্রুপে যোগ দিন

National University | জাতীয় বিশ্ববিদ্যালয়

আমাদের পেজে লাইক দিয়ে রাখতে পারেন,

National University Student's Community

অনলাইনে আবেদন ফরম পূরণের লিঙ্কঃ www.nu.edu.bd/201

২০১৬ সালের অনার্স ১ম বর্ষ (বিশেষ)পরীক্ষা গ্রেড উন্নয়ন পরীক্ষার্থীদের on-line অাবেদন ফরমপূরনের  বিজ্ঞপ্তি





উল্লেখ্য, জাতীয় বিশ্ববিদ্যালয়ে ২০১৬ সালের অনার্স ১ম বর্ষের পরীক্ষার পর আর ২০০৯-১০ শিক্ষাবর্ষের সিলেবাস অনুযায়ী অনার্স ১ম বর্ষের পরীক্ষা নেওয়া হবেনা । তবে কোন শিক্ষার্থীর রেগুলেশন অনুযায়ী গ্রেড উন্নয়ন পরীক্ষার সুযোগ থাকলে তাকে ২০১৩-১৪ শিক্ষাবর্ষের সংশোধিত সিলেবাস ও রেগুলেশন অনুযায়ী পরীক্ষা দিতে হবে।