খুব সহজেই জেনেনিন কোন বিষয়ে পড়লে ভবিষ্যতে কি করতে পারবেন


সাব্জেক্ট পাওয়ার পর সবাই একটা কমন প্রশ্ন বিভিন্ন এঙ্গেলে জিজ্ঞেস করছেন,
‘আমি অমুক সাব্জেক্ট পেয়েছি। এটার ফিউচার কেমন?’
‘অমুক সাব্জেক্ট ভালো হবে না তমুক সাব্জেক্ট ভালো হবে?’
এটার উত্তর আমি অন্যভাবে দেয়ার চেষ্টা করিঃ

আমাদের সকল পোস্ট পেতে আমাদের ফেসবুক গ্রুপে যোগ দিন

National University | জাতীয় বিশ্ববিদ্যালয়

National University of bangladesh (session 2016-2017)


আমাদের পেজে লাইক দিয়ে রাখতে পারেন,

National University Student's Community
----
একটা সময় ছিল যখন বিভিন্ন প্রতিষ্ঠানের এইচআরডি (মানব সম্পদ বিভাগ) তাদের প্রতিষ্ঠানের চাকরির খবরগুলো শুধু পত্রিকায় দিত। 
সেই দিনটা এখন পাল্টিয়েছে। ছোট-বড়-মাঝারি ভালো খারাপ বিভিন্ন প্রতিষ্ঠানগুলো কর্মীসংগ্রহ করার উদ্দেশ্যে এখন অনলাইনে বিভিন্ন জবসাইটে তাদের প্রতিষ্ঠানের বিভিন্ন পদের জন্য Job Advertisement নিয়মিতই দেয়। সেসব Job Advertisement-এ লেখা থাকে -
1. পদের নাম
2. দায়িত্ব এবং কর্তব্য
3. শিক্ষাগত যোগ্যতা এবং
4. অভিজ্ঞতা
-----
এমন দুটো সাইট হলঃ 
http://www.bdjobs.com 
http://www.chakri.com/
----
এবার একটু সময় নিয়ে নিজেই সাইট দুটো ঘুরে এসে দেখুন জব সেক্টরে কোন কোন বিষয়গুলো প্রতিষ্ঠানগুলো থেকে বেশি চাওয়া হচ্ছে। নিজেই বুঝতে পারবেন আপনার অমুক সাব্জেক্ট বা তমুক সাব্জেক্ট কেমন। 
ধন্যবাদ।