জেনেনিন ২০১৬-১৭ সেশনে ভর্তি হতে কি কি লাগবে সহ ভর্তির তারিখ

Mohammad Rony:

প্রথম মেধা তালিকায় ভর্তি সংক্রান্ত গুরুত্বপূর্ণ তারিখসমূহঃ

  • মেধা তালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের অনলাইনে চূড়ান্ত ভর্তির ফরম প্রিন্ট করে রেজিস্ট্রেশন ফিসহ (ভর্তির নির্দেশিকার ১১ নং অনুুেচ্ছেদ অনুযায়ী) সংশ্লিষ্ট কলেজে জমা দেয়ার সময়সীমাঃ ০২/১১/২০১৬ থেকে ১০/১১/২০১৬
  • সংশ্লিষ্ট কলেজ কর্তৃক ১ম মেধা তালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের চূড়ান্ত ভর্তি নিশ্চয়নের সময়সীমাঃ ০২/১১/২০১৬ থেকে ১২/১১/২০১৬
  • সংশিষ্ট কলেজ কর্তৃক ভর্তিকৃত শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন ফি’র নির্ধাারিত অংশ (ভর্তির নির্দেশিকার ১১ নং অনুুেচ্ছেদ অনুযায়ী) জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডি.ডি. করার পরিবর্তে “সোনালী সেবা” এর মাধ্যমে সংশিষ্ট খাতে যে কোন সোনালী ব্যাংকের শাখায় জমা  দেয়ার তারিখ সংশিষ্ট কলেজ Login এর মাধ্যমে Admission payment info (Honours) অপশনে ক্লিক করে Pay Slip ডাউনলোড করবে৷ Pay Slip এ ২০১৬-১৭ শিক্ষাবর্ষের ১ম বর্ষ স্নাতক (সম্মান) ভর্তির কার্যক্রমের ‘রেজিস্ট্রেশশন ফি’ খাতের সঞ্চয়ী হিসাব নম্বর 0218100000134 উল্লেখ পূর্বক মোট টাকার অংক লেখা থাকবে এবং এর প্রিন্ট কপি নিয়ে যে কোন ‘সোনালী সেবা’ প্রদানকারী নিকটস্থ সোনালী ব্যাংক শাখায় জমা দিয়ে রশিদ সংগ্রহ করতে হবেঃ ১৩/১১/২০১৬ থেকে ১৭/১১/২০১৬
  • ২০১৬-১৭ শিক্ষা বর্ষের ১ম বর্ষের ক্লাস শুরুর তারিখঃ ১৫/১১/২০১৬

ভর্তি হতে যে সকল কাগজপত্র লাগবেঃ

  • অনলাইন থেকে মূল আবেদন ফর্মের – ২ সেট ( অবশ্যই A4 অফসেট সাদা কাগজেকালার প্রিন্ট করতে হবে)।
  • প্রাথমিক আবেদনের প্রবেশপত্র -২সেট।
  • পাসপোর্ট সাইজের ছবি ৪টি এবং স্ট্যাম্প সাইজ ৪টি পেছনে নাম লিখে দিতে হবে (কলেজভেদে কম বেশি হতে পারে)।
  • এসএসসি ও এইচএসসি এর সনদপত্র/প্রশংসা পত্রের সত্যায়িত ফটোকপি – ২ সেট।
  • এসএসসি ও এইচএসসি  মূল নম্বরপত্রের (এইচএসসি এর মুল কপি) সত্যায়িত ফটোকপি – ২ সেট।
  • এসএসসি ও এইচএসসি রেজিস্ট্রেশন কার্ডের (এইচএসসি এর মুল কপি) সত্যায়িত ফটোকপি – ২ সেট।
  • টাকা জমার রশিদ।
  • চারিত্রিক সনদপত্র (সাধারণত লাগেনা, কোন কোন কলেজে লাগতে পারে) – ২ টি।
উল্লেখ্য, সকল কাগজপত্র ২ কপি করে ২সেট বানাতে হবে যার এক কপি বিভাগীয় সেমিনারে এবং এক কপি অফিসে জমা দিতে হবে।
ভর্তি ফিঃ ভর্তি ফি কলেজ ভেদে ভিন্ন হয়ে থাকে তাই যার যার কলেজের নোটিশ বোর্ড থেকে জেনে নেওয়াই ভালো। সাধারণত  সরকারী কলেজ হলে ৪-৫ হাজার আর বেসরকারী কলেজে হলে ১০ হাজার টাকার মধ্যে হয়ে থাকে।

১ম মেধাতালিকায় সুযোগ পাননি?

জাতীয় বিশ্ববিদ্যালয় ফলাফল কয়েকটি ধাপে প্রকাশ করে। যেমনঃ
  • ১ম মেধাতালিকা (১ নভেম্বর)।
  • ২য় মেধাতালিকা (আসন খালি থাকা সাপেক্ষে) ও মাইগ্রেসন।
  • কোটা ও ও মাইগ্রেসন এবং
  • রিলিজ স্লিপ।
সুতরাং পরবর্তীতে ২য় মেধাতালিকা প্রকাশ হবে এবং তখন অনেকেই সুযোগ পাবেন। আর ২য় মেধাতালিকায় সুযোগ না পেলেও রিলিজ স্লিপের মাধ্যমে কোন না কোন কলেজে ভর্তি হতে পারবেন। 


Admission Merit list of the important tarikhasamuhah
Sthanaprapta merit list for admission of students in the final online registration form to print fees (as per admission guidelines anuueccheda No. 11) at the deadline for submitting 10112016 to 02112016
Sthanaprapta the college by the 1st merit list of students admitted to the final deadline niscayanera 12112016 to 02112016
The registration fee for students enrolled at the college concerned nirdhaarita (admission guidelines in accordance with the No. 11 anuueccheda) didi National University Instead of the "golden service" sector in the form of a bank branch on the corresponding date of submitting the Login College Admission payment info (Honours) option will download by clicking on the Pay Slip. Pay Slip 201617 students in 1st year BA (Hons) programs, admissions, fees rejistresasana 'sector savings account reference number 0218100000134 and enter the total amount will be written to print a copy of any "golden service" provider submitted to the nearest branch of the bank receipt will be able to collect from 13112016 17112016
201617 beginning of the academic session of classes 1st year Date: 15112016
That all documents to be admitted lagabeh
Papers

Online from the original application form - two sets (of course kagajekalara white A4 offset print).
The initial application for admission set II.
4 4 passport size photograph and stamp size to the number of names (kalejabhede may be more or less).
Certificates of SSC and HSC / attested photocopies of a letter of appreciation - two sets.
Nambarapatrera the SSC and HSC (HSC copies of the originals) photocopies attested - two sets.
SSC and HSC Registration Card (HSC copies of the originals) photocopies attested - two sets.
Receipt deadline.
Character certificate (usually it does not, it may take some college) - two.
The two copies of all documents, which will build two sets of departmental seminar and a copy will have to submit a copy of the office.

Admission charges vary depending on the college admission fee, which is good to take out from the college notice board. Government colleges and private colleges is usually 4-5 thousand is 10 thousand taka.

1st medhatalikaya did not get a chance?
National University published the results of a few steps. For example:

1st the list (1 November).
II of the list (subject to seats being empty) and maigresana.
And quotas and maigresana and
Release slip.
Later II and the list so that they will have the chance to be published. Despite the release of the second chance medhatalikaya through the slips will be able to have some college.