জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০১৬-১৭ শিক্ষাবর্ষের প্রফেশনাল স্নাতক (সম্মান) সম্পূর্ণ তথ্য এবং কলেজের তালিকা



জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০১৬-১৭ শিক্ষাবর্ষের প্রফেশনাল স্নাতক (সম্মান) বি.বি.এ(BBA)/ ব্যাচেলর অব ফাইন আর্টস(BFA)/ এ্যাপারেল ম্যানুফুফ্যাকচার এন্ড টেকনোলজি(AMT) / ফ্যাশন ডিজাইন এন্ড টেকনোলজি(FDT) / নীটওয়্যার ম্যানুফুফ্যাকচার এন্ড টেকনোলজি(KMT) / কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (CSE)/ ইলেকট্রিক্যাল এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (ECE), TMS এবং THM
প্রফেশনাল কোর্স (৪বছর মেয়াদী) যে সমস্ত কলেজ সমূহে করানো হয় তার তালিকা দেয়া হল।

এখানে আগে বলে রাখা দরকার যে,বর্তমানে চলমান অনার্সের ভর্তি কার্যক্রম এবং প্রফেশনাল এর ভর্তির কার্যক্রম একেবারেই ভিন্ন।আপনারা উভয় সেকশনের ফরম তুলতে পারবেন কিন্তু ভর্তি হতে পারবেন মাত্র একটিতে।
২০১৩/২০১৪ সালের ssc ও ২০১৫/২০১৬ সালের Hsc এর যে কেউ এই প্রফেশনাল কোর্স গুলোতে এপ্লাই করতে পারবেন তবে Aeronotical eng,CSE,ECE এগুলো তে শুধুমাত্র সায়েন্সের শিক্ষার্থিরা এপ্লাই করতে পারবেন।আর সব সাবজেক্ট এ সকল শিক্ষার্থিরা এপ্লাই করতে পারবেন।এপ্লাই করার জন্য ন্যুনতম ssc+hsc আলাদা ভাবে ২.৫ ও ২.৫ করে থাকতে হবে।তবে অবশ্যই hsc তে বাংলা অথবা ইংরেজিতে ৩ পয়েন্ট থাকতে হবে।গত ২৩ সেপ্টেম্বর থেকে অনলাইনে ভর্তি কার্যক্রম শুরু হয়েছে এবং আগামী ২০ শে অক্টোবর পর্যন্ত চলবে।ফরম জমা দেওয়ার শেষ সময় ২৩ অক্টোবর। এডমিশন ফরম ফি ৩০০ টাকা।

আমাদের সকল পোস্ট পেতে আমাদের ফেসবুক গ্রুপে যোগ দিন

National University | জাতীয় বিশ্ববিদ্যালয়

National University of bangladesh (session 2016-2017)

আমাদের পেজে লাইক দিয়ে রাখতে পারেন,

National University Student's Community

এ্যাপারেল ম্যানুফুফ্যাকচার এন্ড টেকনোলজি(AMT) / ফ্যাশন ডিজাইন এন্ড টেকনোলজি(FDT) / নীটওয়্যার ম্যানুফুফ্যাকচার এন্ড টেকনোলজি(KMT) কোর্সের জন্য ঢাকার National Institute of Fashion Technology (NIFT) এই প্রতিষ্ঠানটি সেরা।এখানে এই কোর্স গুলো করতে ৩১১০০০ টাকা মত খরচ পড়বে এবং আসন সংখ্যা (৫০-১০০) এর মত।
CSE এবং BBA এর জন্য IST,ঢাকা সিটি কলেজ,তেজগাঁও কলেজ,বোরহান উদ্দিন কলেজের বেশ নাম আছে।এসব কলেজে CSE/BBA করতে ১৬০০০০-২৫০০০০ টাকার মত খরচ হয় তবে সিটি কলেজে ৯ পয়েন্টের উপর না থাকলে আবেদন না করাটায় ভাল হবে।আসন (৫০-১৫০)।
এরোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়তে ইউনাইটেড কলেজ অব এভিয়েশন ও ম্যানেজমেন্ট এই কলেজে ৭৫০ ০০০/ টাকার মত খরচ হবে আর এভিয়েশন ম্যানেজমেন্ট পড়তে এই কলেজেই ৩২০০০০/ টাকার মত খরচ হবে,আসন সংখ্যা খুবই সীমিত মাত্র ৫০টা করে সিট বরাদ্দ এছাড়াও এই কলেজে পাইলোটিং এর উপর শর্ট কোর্স পড়ানো হয় তাতে বিভিন্ন মেয়াদে বিভিন্ন টিউশন প্রযোজ্য।
এছাড়াও মিডিয়া ও থিয়েটার স্টাডিজ ও টুরিজম এর উপর তেজগাঁও কলেজ সহ অন্যান্য কলেজে ৪ বছরে ২ লাখের মত খরচে কোর্স গুলো সম্পূর্ণ করা যাবে।
আর নর্দান কলেজে সায়েন্সের অনের টেকনিক্যাল ও মেডিক্যাল সাবজেক্ট এর উপর ডিপ্লোমা ও ৪ বছরের বিভিন্ন কোর্স করা যায়।
ঢাকার বাইরে উল্লেখ যোগ্য গাজীপুরের BGIFT তে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং করতে ৪লাখের মত খরচ হবে।এছাড়াও এখানে FDT,AMT,KMT এর উপর ৪বছরের কোর্স করানো হয় তাতে খরচ হয় ৩৭৫০০০/টাকার মত।

##ঢাকার ভিতরের কলেজ সমুহ
১..United College of Aviation, Science & Management(Aeronotical eng,Aviation management,CSE,Piloting.Contact num---01970-608071, 01749-30 60 90, 01677-30 60 32,027911831
২.Dhaka Commerce College (BBA).Contact-- 02 9023338, 9004942, 9007945
৩.Dhaka Tejgaon College(CSE,BBA,Media studies,Tourism).Contact--02-8116066
৪.Information Science&Technology(IST).(CSE,ECE,BBA).Contact--028119780,01726937910
৫.Dhaka City College(CSE,BBA).Contact---02-8610294
৬.Ahsanullah Institute of Information & Communication Technology(BBA,CSE)
৭.Adamzee Cantonment College(BBA,CSE)
৮.Asian Institute Of Business & Technology(BBA,CSE)
৯.B. I. T. L. College For Information Technology(BBA,CSE)
১০.Bangladesh Institute of Bank Management(BBA,MBA)
১১.Bangladesh Institute of Business & Technology(BBA,CSE)
১২.Bangladesh Institute of HR Management
১৩.Bangladesh Institute of Science & Technology(BBA,CSE)
১৪.Uttara Town College(BBA)
১৫.Bhuiyan Academy(BBA,)
১৬.Business Education & Management College(BBA,CSE)
১৭.College Of Education(BBA,CSE)
১৮.College Of Business Science & Technology(BBA,CSE)
১৯.Crown Institute of Business & Technology(BBA,CSE)
২০.Daffodil Institute of IT(BBA,CSE)
২১.DCCI Business Institute (DBI)(BBA)
২২.Dhaka Business Institute(BBA)
২৩.Education Of Business Administration(BBA)
২৪.Global Institute For Information Technology(BBA,CSE)
২৫.Haji Abul Hossaion Institute & Technology(BBA,CSE)
২৬.Head Way Institute Of Bangladesh(BBA,CSE)
২৭.Ideal Institute of Business & Science(BBA,CSE)
২৮.Institute Of Business & Information Technology(BBA,CSE)
২৯.Institute Of Information Technology(BBA,CSE)
৩০.Institute of Business and Technology(BBA,CSE)
৩১.Institute of Progressive Meritocracy(BBA,CSE)
৩২.Sufs Business Institute(BBA,CSE)
৩৩.Institute of Science, Trade & Technology(ECE,CSE)
৩৪.International Education College
৩৫.Micro Land International Computer & Electronic Institute
৩৬.Mohammadpur Central University College(BBA)
৩৭.National College Of Education
৩৮.National Institute of Fashion Technology (NIFT)(KMT,FDT,AMT).Contact number--019 71 00 77 77,017 13 11 63 13,019 71 00 99 99,017 31 22 00 99,019 92 07 70 29,019 92 07 70 30
৪০.Mirpur College(BBA)
৪১.Northern College Bangladesh
৪২.Professional Education Institute
৪৩.SAFS Business Institute(BBA,CSE)
৪৪.Shaikh Burhanuddin Post Graduate College(BBA,CSE)
৪৫.Shiddessari Girls College(BBA)
৪৬.Sinarjee Institute of Management & Information Technology(BBA,CSE)
৪৭.State institute Of Business Administration & Computer science(BBA,CSE)
###ঢাকার বাইরের কলেজ সমুহ
১.Akij Institute of Technology, Chittagong, Chittagong(,CSE)
২.Chittagong Public School & College, Chittagong(BBA,CSE)
৩.Education Resource Academy,Chittagong(BBA,CSE)
৪.Institute Of Business Studies,Chittagong(BBA,CSE)
৫.Institute Of Global Management & Informetion System, Chittagong(BBA,CSE)
৬.slamic Institute Of Business & Technology , Chittagong(BBA,CSE)
৭.Neural institute Of Science & Technology,Chittagong(BBA,CSE)
৮.Haji Gonj Ideal College Of Education,Chadpur(BBA,CSE)
৯.Akij Institute of Technology, Khulna(,CSE)
১০.Bangladesh Computer & Management Institute,Khulna(BBA,CSE)
১১.College Of Business Administration & Technology, Khulna(BBA,CSE)
১২.Institute Of Library, Arts, Commerce & Science ( ILACS) ,Khulna(BBA,CSE)
১৩.Khan-Jahan-Ali College Of Science & Technology, Khulna(BBA,CSE,ECE)
১৪.Sundarbon Science & Business College, Khulna(BBA,CSE)
১৫.Cantonment College, Jessore(BBA)
১৬.Model Institute of Science & Technology ,Gazipur(BBA,CSE)
১৭.National College of Education, Narsingdi(BBA,CSE)
১৮.Wali Neowaj Khan College Kishoreganj(BBA,CSE)
১৯.Delta Computer Science Academy, Rangpur(BBA,CSE)
২০.Delta Computer Science Collage, Rangpur(BBA,CSE)
২১.Paragon Institute Of Business & Arts (PIBA), Rajshahi(BBA,CSE)
২২.Kushtia Haji Abul Hossain Institute Of Technology,Khustia (BBA,CSE)
২৩.BGIFT Institute of Science & Technology,Gazipur(BBA,CSE).Contact--01760-292929,01922-065111