২০১৬ সালের ডিগ্রী পাস কোর্স ১ম বর্ষ পরীক্ষার ফরম পুরনের বিজ্ঞপ্তি

২০১৬ সালের ডিগ্রী পাস ও সার্টিফিকেট কোর্স
১ম বর্ষ পরীক্ষার ফরম পূরণের বিজ্ঞপ্তি।
সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে, ২০১৫-১৬
শিক্ষাবর্ষের ডিগ্ৰী পাস ও সার্টিফিকেট কোর্স
১ম বর্ষ পরীক্ষার ফরম পূরণ নিম্নবর্ণিত তারিখ
অনুযায়ী Online-এ সম্পন্ন করা হবে। পরীক্ষার
তারিখ ও বিস্তারিত সময়সূচি যথাসময়ে ঘোষণা করা
হবে। উল্লিখিত পরীক্ষার আবেদন ফরম, বিবরণী
ফরম, আনুষঙ্গিক কাগজপত্র পূরণ ও জমাদানের তারিখ
এবং ফরম পূরণের বিস্তারিত নিয়মাবলী নিয়ে দেয়া
হলো ঃ

আমাদের সকল পোস্ট পেতে আমাদের ফেসবুক গ্রুপে যোগ দিন

National University | জাতীয় বিশ্ববিদ্যালয়

আমাদের পেজে লাইক দিয়ে রাখতে পারেন,

National University Student's Community

১ । সম্ভাব্য পরীক্ষার্থীর তালিকা, বিষয় সংকেত
বিবরণী, প্রশ্নপত্রের চাহিদা ফরম ও ডাটা এন্ট্রি
সফটওয়ার সংগ্ৰহঃ
সম্ভাব্য পরীক্ষার্থীর তালিকা, বিষয় সংকেত
বিবরণী ফরম, প্রশ্নপত্রের চাহিদা ফরম, ডাটা এন্ট্রি
সফটওয়ার ও পরীক্ষায় অংশগ্রহণের শর্তাবলীসহ
প্রয়ােজনীয় তথ্যাদি জাতীয় বিশ্ববিদ্যালয়ের
ওয়েব-সাইটে ( www.nubd.info/degree-pass )
পাওয়া যাবে। উক্ত ওয়েবসাইট যথাসময়ে চালু হবে
এবং ডাটা এন্ট্রির নির্ধারিত সময়ের পর তা স্বয়ংক্রিয়ভাব
ে বন্ধ হয়ে যাবে বিধায় যথাসময়ে পরীক্ষার্থী
ও কলেজ কর্তৃপক্ষকে ডাটা এন্ট্রি সম্পন্ন
করতে হবে।
২। শিক্ষার্থীর ডাটা এন্ট্রি, নিশ্চয়ন, বিবরণী ফরম,
প্রশ্নপত্রের চাহিদা ফরম পূরণ ও জমা করার তারিখ ঃ
ক) ডাটা এন্ট্রি করার তারিখ (শিক্ষার্থী কর্তৃক)ঃ
১৫/১১/২০১৬-০১/১২/২০১৬
খ) শিক্ষার্থীর ডাটা নিশ্চয়ন করার তারিখ (কলেজ
কর্তৃক)ঃ ০৩/১২/২০১৬-০৮/১২/২০১৬
গ) সোনালী সেবার মাধ্যমে টাকা জমার তারিখ
(কলেজ কর্তৃক)ঃ ১১/১২/২০১৬-১৫/১২/২০১৬
ঘ) ফি, বিবরণী ও অন্যান্য কাগজপত্র সংশ্লিষ্ট শাখা/
স্ব-স্ব আঞ্চলিক কেন্দ্রে জমা দেওয়ার শেষ
তারিখ ঃ ১৮/১২/২০১৬
৩। ২০১৬ সালের ডিগ্ৰী পাস ও সার্টিফিকেট
কোর্স ১ম বর্ষ পরীক্ষার নির্ধারিত ফি (প্রতি
পরীক্ষার্থী) ঃ
ক) ১ম বর্ষ (৭০০ নম্বর) – নিয়মিত/প্রাইভেট ঃ ৮০০/-
(৭০০/- ফি + ১০০/- ইন-কোর্স ফি)
খ) ১ম বর্ষ (অনিয়মিত) ৮০০/- (৭০০/- ফি + ১০০/- ইন-
কোর্স ফি)
গ) সার্টিফিকেট কোর্স ৩০০/- (২০০/- ফি + ১০০/-
ইন-কোর্স ফি)
ঘ) কেন্দ্র ফি 3. 8Go(প্রতি বর্ষে ভর্তির সময়
২০০/= টাকা হারে ইন-কোর্স (নিয়মিত, প্রাইভেট ও
সার্টিফিকেট কোর্স) ফি সংশ্লিষ্ট কলেজ গ্রহণ
করে ইন-কোর্স পরীক্ষা সম্পন্ন করবে)





৪। পরীক্ষায় অংশগ্রহণের প্রয়োজনীয়
শর্তাবলী ঃ
ক) ডিগ্ৰী পাস কোর্স ১ম বর্ষ পরীক্ষা নিয়মিত
(৭০০ নম্বর) ঃ
i) ২০১৫-১৬ শিক্ষাবর্ষের নিয়মিত শিক্ষার্থী ও ২০১৬
সালের রেজিস্ট্রেশনকৃত প্রাইভেট শিক্ষার্থীরা
এ পরীক্ষায় অংশগ্রহণ করবে।
ii) উপরোক্ত শিক্ষার্থীদেরকে ১ম বর্ষে
‘স্বাধীন বাংলাদেশের অভু্যদয়ের ইতিহাস”
আবশ্যিকপত্রসহ নৈর্বাচনিক বিষয়গুলোর ১ম ও ২য়
পত্রের পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।
iii) ১ম বর্ষের সকল পরীক্ষায় অংশগ্রহণ করা
বাঞ্চনীয়।
খ) ডিগ্ৰী পাস কোর্স ১ম বর্ষ পরীক্ষা অনিয়মিত ঃ
i) ২০১৩-২০১৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং ২০১৪
সালের রেজিষ্ট্রেশনকৃত প্রাইভেট শিক্ষার্থী
যারা ২০১৪ সালের ১ম বর্ষের পরীক্ষায় অংশগ্রহণ
করেনি। অথবা অংশগ্রহণ করে অকৃতকার্য (Not
Promoted) তারা এ পরীক্ষায় অনিয়মিত
পরীক্ষার্থী হিসেবে অংশগ্রহণ করবে।
ii) ২০১৩-২০১৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং ২০১৪
সালের রেজিষ্ট্রেশনকৃত প্রাইভেট শিক্ষার্থী
যারা ২০১৪ সালের ১ম বর্ষের পরীক্ষায় অংশগ্রহণ
করে ২য় বর্ষে উত্তীর্ণ (Promoted- C)
হয়েছে সেসকল শিক্ষার্থীগণ F গ্রেড প্রাপ্ত
বিষয়ে এ পরীক্ষায় অনিয়মিত পরীক্ষার্থী
হিসেবে অংশগ্রহণ করবে।
iii) ২০১৩-২০১৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং ২০১৪
সালের রেজিষ্ট্রেশনকৃত প্রাইভেট শিক্ষার্থী
যারা ২০১৫ সালের ১ম বর্ষের পরীক্ষায় অংশগ্রহণ
করেনি। তারা এ পরীক্ষায় অনিয়মিত পরীক্ষার্থী
হিসেবে অংশগ্রহণ করবে।
iv) ২০১৪-২০১৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং ২০১৫
সালের রেজিষ্ট্রেশনকৃত প্রাইভেট শিক্ষার্থী
যারা ২০১৫ সালের ১ম বর্ষের পরীক্ষায় অংশগ্রহণ
করেনি তারা এ পরীক্ষায় অনিয়মিত পরীক্ষার্থী
হিসেবে অংশগ্রহণ করবে।
V) উপরোক্ত শিক্ষার্থীদেরকে ১ম বর্ষে
‘স্বাধীন বাংলাদেশের অভু্যদয়ের ইতিহাস”
আবশ্যিকপত্রসহ নৈর্বাচনিক বিষয়গুলোর ১ম ও ২য়
পত্রের পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।
Vi) ১ম বর্ষের সকল পরীক্ষায় অংশগ্রহণ করা
বাঞ্চনীয়।
গ) ডিগ্ৰী পাস কোর্স ১ম বর্ষ পরীক্ষা
মানোন্নয়ন পরীক্ষার্থী ঃ
i) ২০১৩-২০১৪,২০১৪-২০১৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী
এবং ২০১৪,২০১৫ সালের রেজিষ্ট্রেশনকৃত
প্রাইভেট শিক্ষার্থী ২০১৫ সালের ১ম বর্ষ
পরীক্ষায় অংশগ্রহণ করেছে তাদের মধ্যে যারা
Not Promoted হবে বা কোন পত্রে C গ্রেড, D
গ্রেড ও F গ্রেড পাবে তাদের আবেদন ফরম
পূরণের জন্য ২০১৫ সালের ১ম বর্ষ পরীক্ষার
ফলাফল প্রকাশের পর পৃথকভাবে বিজ্ঞপ্তি দেয়া
হবে। উল্লেখ্য ২০১৩-২০১৪, ২০১৪-২০১৫
(অকৃতকার্য ও মানোন্নয়ন) এবং ২০১৫-২০১৬
ঘ) সার্টিফিকেট কোর্স পরীক্ষা (২০০ নম্বর) ঃ
i) ২০১৩-১৪, ২০১৪-১৫ ২০১৫-১৬ শিক্ষাবর্ষের
সার্টিফিকেট কোর্স-এ রেজিষ্ট্রেশনকৃত
শিক্ষার্থীরা এ পরীক্ষায় ১ম বর্ষের নির্ধারিত ১ম ও
২য় পত্রের পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবো।
ii) এ সকল শিক্ষার্থীরা ২০১৩-১৪ শিক্ষাবর্ষের
সিলেবাস অনুযায়ী পরীক্ষায় অংশগ্রহণ করবে।
অনলাইনে আবেদন ফরম পূরণ (শিক্ষার্থীদের
জন্য) ঃ
ক) আবেদনকারীকে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট
www.nubd.info/degree-pass ) এ গিয়ে Apply to
online form Fillup (For Student)-এ লিংকে ক্লিক
করে নিজের রেজিস্ট্রেশন নম্বর দিয়ে ও
ওয়েবসাইটের নির্দেশনা অনুযায়ী নিজের ডাটা
এন্ট্রি করতে হবে। ডাটা এন্ট্রির প্রক্রিয়া সম্পন্ন
হলে, অনলাইন থেকে একটি পূরণকৃত আবেদন
ফরম প্রিন্ট করে নিতে হবে। পূরণকৃত ফরমটিতে
পরীক্ষার্থীর বিষয় কোড এবং ফি উল্লেখ
থাকবে।
খ) প্রত্যেক শিক্ষার্থীদের সম্প্রতি তােলা
০২(দুই) কপি পাসপাের্ট সাইজের ছবি (অধ্যক্ষ
কর্তৃক সত্যায়িত) আবেদন ফরমের নির্ধারিত স্থানে
আইকা গাম দ্বারা
আটকিয়ে দিতে হবে।
গ) ফিসহ প্রিন্টকৃত আবেদন ফরমে দুইটি অংশ
থাকবে। উভয় অংশে অধ্যক্ষ স্বাক্ষর করার পর
উপরের অংশ পরীক্ষার্থী সংরক্ষণ করবে এবং
নিচের
অংশটি আবেদনকারীকে নিজ দায়িতৃে স্বাক্ষর
করে কলেজ কর্তৃক নির্ধারিত ডেস্কে অবশ্যই
জমা দিতে হবে।