অনার্স সকল বর্ষের শিক্ষার্থীদের জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের নতুন নিয়ম জেনেনিন



Mohammad Rony: অনার্স- (১ম+২য়+৩য়+৪র্থ)বর্ষের সকল শিক্ষার্থীদের জন্য
বর্তমান জাতীয় বিশ্ববিদ্যালয়, অনার্স সকল বর্ষের শিক্ষার্থীদের পরীক্ষার জন্য যে সকল নীতিমালা পরিবর্তন এনেছে তা হলোঃ

আমাদের সকল পোস্ট পেতে আমাদের ফেসবুক গ্রুপে যোগ দিন

National University | জাতীয় বিশ্ববিদ্যালয়

আমাদের পেজে লাইক দিয়ে রাখতে পারেন,

National University Student's Community
.
সকল শিক্ষার্থীকে মোট ৪টি পরীক্ষায় অংশ গ্রহন করতে হবে।
ক্লাস ভিত্তিক পরীক্ষাঃ ৩টি
১| ১ম ইনকোর্স পরীক্ষা।
২| ২য় ইনকোর্স পরীক্ষা।
৩| টেস্ট পরীক্ষা। এবং
৪| ফাইনাল পরীক্ষাঃ ১টি
সকল পরীক্ষার সময় সূচীঃ
.
---[ ১ম ইনকোর্স পরীক্ষা ]---
যে দিন থেকে কলেজে ভর্তি হবে (১ম বর্ষের জন্য) জন্য) সেদিন থেকে ৩ মাসের ভিতরে ১ম ইনকোর্স পরীক্ষা হবে।
কলেজের ফাইনাল পরীক্ষা শেষ হবে (২য়,৩য় ও ৪র্থ বর্ষের জন্য) সেদিন থেকে ৩ মাসের ভিতরে ১ম ইনকোর্স পরীক্ষা হবে।১ম ইনকোর্স পরীক্ষার ডেট কলেজ থেকে স্যার জানাবে।
.
---[ ২য় ইনকোর্স পরীক্ষা ]---
যে দিন থেকে ১ম ইনকোর্স পরীক্ষা শেষ হবে সেদিন থেকে ৩ মাসের ভিতরে ২য় ইনকোর্স পরীক্ষা হবে।২য় ইনকোর্স পরীক্ষার ডেট কলেজ থেকে স্যার জানাবে।
.
-----[ টেস্ট পরীক্ষা ]------
যে দিন থেকে ২য় ইনকোর্স পরীক্ষা শেষ হবে সে দিন থেকে ২ মাসের ভিতরে টেস্ট পরীক্ষা হবে।টেস্ট পরীক্ষার ডেট কলেজ থেকে স্যার জানাবে।
.
-----[ ফাইনাল পরীক্ষা ]-----
জাঃবিঃ ফাইনাল পরীক্ষার রুটিন করবে। এই ফাইনাল পরীক্ষা কবে হবে NU Headquarter ছাড়া কেউ বলতে
পারবে না।

→নিজের সময় মতো পেতে টাইমলাইনে শেয়ার করে রাখুন,
→বন্ধুদের জন্য শেয়ার করে দিতে পারেন।