জেনেনিন জাতীয় বিশ্ববিদ্যালয় এর একবর্ষ থেকে পরবর্তী বর্ষে প্রমোশন এর নিয়মাবলী



শেয়ার করে বন্ধুদের পড়ার সুযোগ করে দাও

আমাদের সকল পোস্ট পেতে আমাদের ফেসবুক গ্রুপে যোগ দিন

National University | জাতীয় বিশ্ববিদ্যালয়

National University of bangladesh (session 2016-2017)


☞ প্রতিটি ৮০ মার্কস এর পরিক্ষায় পাশ
মার্কস হল ৩২
☞ পাশ করার পর ইনকোর্সের মার্কস যোগ
হবে। ইনকোর্স পরিক্ষায় পাশ মার্কস ৮
☞ জাতীয় বিশ্ববিদ্যালয় এর নিয়ম
অনুযায়ী ১ম বর্ষ থেকে ২য় বর্ষে
প্রমোশনের জন্য কমপক্ষে ৩টা বিষয়ে
পাশ করতে হবে এবং কমপক্ষে GPA = 1.75
অর্জন করতে হবে।
☞ সকল কোর্সের ( ইনকোর্স /তত্ত্বীয় /
ব্যবহারিক/ মাঠকর্ম/ মৌখিক ) পরীক্ষায়
অংশগ্রণন বাধ্যতামূলক !
☞ একাধিক বিষয়ে অনুপস্থিত থাকা
যাবে না। এক্ষেত্রে শুধুমাত্র যে কোন
১টি বিষয়ে অনুপস্থিতি থাকলে,
বাকি অন্যান্য সব বিষয়ে পাশ করতে
হবে।
☞ ১ম বর্ষের সব বিষয়ে পাশ না করা
পর্যন্ত ২য় বর্ষের প্রমোশন বন্ধ থাকবে।
(Only for absent students)
☞ C,D গ্রেড এ, যে কোন বর্ষের ক্ষেত্রে
Improvement একবার দেয়া যায়। কিন্তু
যতবার Fail করবে ততবারই Improvement
দিতে পারবে, তবে রেজিষ্ট্রেশনের
মেয়াদের মধ্যে।
বিঃদ্রঃ→ রেজিষ্ট্রেশনের মেয়াদ ৭
বছর।


                                                       Buy Now For boishakh

                                        

☞একের অধিক পরীক্ষায় অনুপস্থিত
থাকলে ফলাফল Not-promoted আসবে !
☞ Not- promoted হলে আপনি পরবতীঁ
শিক্ষাবর্ষে প্রমোশন পাবেন না ।
☞ এছাড়া Not- promoted হলে আপনার ১
বছর শিক্ষাবর্ষ নষ্ট হয়ে যাবে !
☞ F প্রাপ্ত কোর্সের গ্রেডকে অবশ্যই
কমপক্ষে D গ্রেডে উন্নীভ করতে হবে।
অন্যতায় ডিগ্রী প্রাপ্য হবে না
☞ যারা Not-promoted হবে, তাদের আবার
আগের বর্ষে ভর্তি হয়ে পরিক্ষা দিয়ে
পাশ করতে হবে।
☞ ১,২বা ৩ বিষয়ে ফেল করে ও যারা
পাশ করেছে তারা পরবর্তী বর্ষে
উঠতে পারবে কিন্তু তাদেরকে ফেল
করা বিষয়ে আবার Improvement পরিক্ষা
দিয়ে পাশ করতে হবে। শুধু C, D বা F
পেলে Improvement দিতে পারবে।
☞ Not-promoted প্রাপ্তরা C এবং D প্রাপ্ত
বিষয়ে পরিক্ষায় দেয়া বাধ্যতামূলক
নয়,,,, তবে মান উন্নয়নের জন্য দিতে
পারবে।
☞ C,D Improvement পরিক্ষার গ্রেড় উন্নতি
করতে না পারলে subject GPA আগেরটাই
থাকবে।