যারা ১ম মেধাতালিকা সুযোগ পাননি তাদের করনীয় জেনেনিন

Mohammad Rony:          ১ম মেধাতালিকায় সুযোগ পাননি?



জাতীয় বিশ্ববিদ্যালয় ফলাফল কয়েকটি ধাপে প্রকাশ করে। যেমনঃ
  • ১ম মেধাতালিকা (১ নভেম্বর)।
  • ২য় মেধাতালিকা (আসন খালি থাকা সাপেক্ষে) ও মাইগ্রেসন।
  • কোটা ও ও মাইগ্রেসন এবং
  • রিলিজ স্লিপ।
সুতরাং পরবর্তীতে ২য় মেধাতালিকা প্রকাশ হবে এবং তখন অনেকেই সুযোগ পাবেন। আর ২য় মেধাতালিকায় সুযোগ না পেলেও রিলিজ স্লিপের মাধ্যমে কোন না কোন কলেজে ভর্তি হতে পারবেন।

২য় মেধাতালিকার জন্য আপনাকে কিছুই করতে হবে না, শুধু অপেক্ষা করুন জাতীয় বিশ্ববিদ্যালয়ের তারিখ ঘোষণার জন্য, তারিখ ঘোষণা হলে আমদের এখানে প্রকাশ করা হবে।